শিশুর নিবেদন
- মাসুদ রানা দিলশাদ

শিশুর আগমন অচেনা এক দেশে,,
নিবেদনে সে চায় যত্ন,স্নেহ ভালবেসে।

কেউ হয় অবহেলিত ;
কেউ হয় চোখের মণি!
কেউ শোনে শ্লোক যা মানব'রচিত;
কেউ শোনে আযানের শ্রেষ্ঠ ধ্বনি।

শিশুর নিবেদন কেঁদে কেঁদে...
কি যেন বলতে চায় সে??
নিষ্পাপ কণ্ঠে সত্যের বাণী,
তোমাদের ওপর নির্ভর করছি আমি!
তোমাদের হাতে সঁপে দিয়েছেন যিনি ~
তিনি চিরন্তন ও অন্তর্যামী।।

প্রভুর দান অসংখ্য সব নেয়ামত,
জাতি, বর্ণ,ভাষা সব পৃথক পৃথক!
পাঠিয়েছেন নবী-রাসুল যুগে যুগে,
তাঁরা দেখিয়েছেন ন্যায়ের পথ।

শিশুরা বিকশিত সুশিক্ষাতে,
আহার যোগাবে, বার্তা দেবে..
সবসময় প্রেরণা দেবে!
তাওহীদের অপরাজেয় শক্তিতে ।

সৃষ্টির মধ্যে লুকায়িত বহু চেতনা,
তবে ব্যতিক্রম বেশ কিছু বাসনা!
তন্মধ্যে জঘন্য পশুতুল্য আচরণ..
কখনো করো না মনুষ্যত্ব নিধন।

ওহে মোর মাতা-পিতা..
তোমরা কি জানো?
জীবনের উদ্দেশ্য কী ও কেন?
এর গন্তব্য স্টেশন কোথায়?
না জানলে আর না মানলে ~
সারাজীবন কাটবে বৃথাই।

গন্তব্যে উপযুক্ত পুরস্কার জান্নাত,
দায়িত্বের সবচেয়ে বড় আমানত,
দায়িত্ব পালনে দরকার মেহনত।

স্ব স্ব স্তরে মোরা সকলে,
সত্য প্রচার প্রসারে প্রতিনিধি!
অন্তর্যামী তিনি লক্ষ্য রাখেন..
সর্বস্তরের সব গতিবিধি।