আড্ডার চঞ্চলতা
- মাসুদ রানা দিলশাদ

জীবনের ছোট ছোট মুহূর্ত,  
আড্ডায় এসে মেলে পাখা।  
আড্ডা জমে সন্ধ্যার তালে,
নিঃসঙ্গ সময় ভাবনার জালে।

আড্ডায় মানে গুঞ্জন
কোনো বাঁধা নেই তার,  
হাজার পথে বয়ে বেড়ায়  
কত আবেগের ঢেউ পার।

কেউ বলে, "এটা তুমি জানো?"  
আর কেউ মেলে প্রশ্ন,  
মাঝখানে দাঁড়িয়ে থাকে  
কিছু স্মৃতি, রহস্যের জন্য।

একটা কথায় ছড়িয়ে পড়ে,  
সৃষ্টির ছোঁয়ায় নীরবতা চায়,  
আড্ডা কি থামে কখনও?  
কথারা যেন বাতাসের মতোই চঞ্চল,  
একা একা উড়ে চলে—  
শেষ হয় না, হারায় না কোথাও।