অভিমানে অন্তর্দাহ
- মাসুদ রানা দিলশাদ
অভিমানে ম-ম অন্তর্দাহ...
সবার মাঝে সে যতটা হাসে,
গোপনে ততটাই কাঁদে নিমিষে।
আড়াল করে অনেক কিছু,,,
তবু আনমনে সে মায়ার পিছু।
নির্ঘুম রাতে আকাশে তাকিয়ে থাকে,
চাঁদ দেখে আঁধারে স্বপ্ন আঁকে ।
মধ্যরাতের ভবঘুরে আড্ডায়,
চাঁদের আলোটাও রাগ করে!
একদা মেঘের সাথে মিশে যায়,
আঁধারে নিশ্বব্দ গল্পের পরিচয়।
কান্নাও আজ অভিমান করে,
হৃদয়ে রক্তক্ষরণ জলপ্রপাতের ঢেউ!
একদা দু'চোখ আপোষ করে অশ্রু ঝরে ;
তবে অভিমানের খবর নেয় না কেউ!?
#masudranadilshad
২৯-০৪-২০২৪ (ইংরেজি)