হৃদয়ে রক্তক্ষরণ আর্তনাদ
✍ মাসুদ রানা দিলশাদ

ফিলিস্তিনে রক্তক্ষয়ী চিঠি,
চরম নির্যাতনের শিকার!
কোথায় মানবতা হে বিশ্ববাসী!?
শুনতে কি পাওনা আর্তচিৎকার?

বাতাসে উড়ছে বারুদের গন্ধ,
দখলদারের বোমার শব্দ।
প'শ্চি'মা দেশ'গুলো~
মানবতার গান গায়,,,
নিষ্পাপ শিশুর আহাজারি~
তাঁরা কি শুনতে নাহি পায়?

দখলদার বাহিনীর নিষ্ঠুর আচরণ,
ফিলিস্তিনের উপর চালায় নিপীড়ন!
রক্ত রাঙা ইতিহাসে কাঁদে আমার মন।
বর্বরোচিত হামলা আর কতকাল?
ভেঙে দিতে হবে অন্যায়ের দেয়াল!

হেভি মেশিন গানের ফায়ার~
ছিন্ন ভিন্ন নিথর দেহ পুড়ে ছারখার ,,,
প্রভু বিচার করো দখলদারদের 🤲
নেই আর কিছু বলার ।
আল্লাহ তুমি শুধু থেকো সহায়..
ভয়কে দূরে ঠেলে করবো লড়াই!

নিজ দেশ যেন পরবাসীর দখলে...
আপন ভূমিই কেন পিচাশের কবলে??
বুকে সাহসী তাজা রক্তস্রোতে..
মুক্তিকামী সংগ্রামে পঁচাত্তর বছর।

মোরা তো দুর্বার জাতি,
ভ্রাতৃত্ব বন্ধনে অপ্রতিরোধ্য গতি...
তবে কে করিতে পারে ক্ষতি?
দ্ব্যর্থহীন কন্ঠে জীবন দিতে রাজি।
দখলদারের চলবে না আর রাজ,
আল -আকসা কে রক্ষা করতে-
বিশ্ব মুসলিম সাজব রণসাজ।