সদা সত্য মূল্যায়ন
- মাসুদ রানা দিলশাদ

ব্যক্তি,সমাজ ও জাতি,
মূল্যায়ন সর্বদা বড় প্রাপ্তি।
দায়িত্ব নিয়ে যথাযথ হস্তক্ষেপ,
তবেই তো দূর হবে আক্ষেপ।
মূল্যায়ন শব্দের ব্যাপক অর্থ,
যথাযথ মূল্যায়ন  টাকায় নয়;
মূল্যায়ন তো শিক্ষা- সততায়!
অহিংস নীতি ছাড়া সবই ব্যর্থ।
জ্ঞান অর্জনের মধ্যে আলো,
আস্থা,মুল্যায়নে দারুণ ভালো,
আলোর পথে ভালোর সাথে;
নিঃশর্ত  কিন্তু এগিয়ে চলো।
ধৈর্য যখন আাগামীর প্রেরণা,
সরল হৃদয়  কখনো ভুলনা।
লোভ লালসায় মনুষ্যত্ব নষ্ট!
স্বার্থ নেশায় কেবল পথভ্রষ্ট!  
মনুষ্যত্বের দেয়াল সত্যের সাধক;
মূল্যায়নে স্রষ্টা সর্বোত্তম নিয়ন্ত্রক।
মূল্যায়নের বড় বিষয় মনোযোগ,
অনুসরণের লক্ষ্য সবর্দা সত্য হোক!
সত্যের পথিক! একেশ্বরের উপাসক।
কেন হীনমন্যতা দু'দিনের দুনিয়ায়?
বড় বিষয় তবে নৈতিক পরাজয়!
সত্য সরল পথে জ্ঞান চর্চা,
অসত্যের পথে দিনশেষে লজ্জা,
সত্যের  শান্তি শৃঙ্খল আত্মা।
দেহের সৌন্দর্যে কি'বা আসে যায়?
অন্তরে সুনীতির মুল্যায়ণ মুল বিষয়।
সংস্কারের ইচ্ছে যদি হয় নিখুঁত-সুন্দর,
তবে সুন্দর মুল্যায়নের স্বাদে অন্তর!
#কবিতা_নংঃ ৩১