ঠিকানা
- মাসুদ রানা দিলশাদ

বাড়ি, গাড়ি মোর নেই,
আছে বেশ কিছু ঋণ।
বলার তেমন কিছু নেই,
মুসাফির ঠিকানাহীন।

কুঁড়েঘরের উপত্যকা ছিল,
প্রবল ঝড়ে সেটাও গেল।
এদিক-সেদিক করে দিনযাপন,
দেখছি মানুষজন হরেকরকম।

গ্রামীণ জনপদে শস্য শ্যামল,
খাল-বিলের সৌন্দর্য বিশাল!
মানুষ পৃথক নানা শ্রেণি পেশায়,
কেউ রক্ষক, কেউ ভক্ষণ নেশায়।

গাঁয়ের পাশে স্কুল, মক্তব পাঠশালা,,
তবু্ও জ্ঞান অর্জনে তীব্র অবহেলা।
বেখেয়ালি মনে অদ্ভুত শব্দ- ঠিকানা,
মনে রাশিরাশি প্রশ্ন.. উত্তর অজানা।