অপ্রাপ্তির অন্তঃপুরে প্রাপ্তি
- মাসুদ রানা দিলশাদ
অপ্রাপ্তি বঞ্চনার মাঝে অঙ্গিকার,
প্রাপ্তি এনে দেয় প্রশান্তি নিদারুণ!
ভুলে দেয় শত কষ্টের ব্যাপার।
কৌতূহল নিয়ে জীবন পৃষ্ঠা পড়া,
চলি হেসে দুঃখ মিশে...
ঘোর যন্ত্রণায় নিরিবিলি চলাফেরা,
অন্তঃপুরে প্রাপ্তি কিন্তু ভালবেসে।
আমার প্রিয়,
শুনো এই কথা যে আমি,
কখনো প্রাপ্তির হাতে ছিলাম না,
আহ, প্রাপ্তি কেমন সুন্দর স্বপ্নের মতো ছিল।
কিন্তু এখন বুঝি,
অপ্রাপ্তির অন্তঃপুরে গোপনে,
ছিল যে আমার সবকিছু,
সেই অপ্রাপ্তির মধ্যেই আমি খোঁজে পেয়েছি
আত্ম বিশ্বাসের সুখ।
প্রাপ্তি নয়, সত্যি বিজয়,
যে জয়ের কথা ছড়ায় না দূরে,
বরং অপ্রাপ্তির অন্তঃপুরে,
প্রাপ্তির অবসান দেখতে পাই
আমি সমৃদ্ধির রাজপথে।
তাই আমি ভাবি, অপ্রাপ্তির অন্তঃপুরে,
একটি নতুন আলোর রাত্রিতে,
জানাই যে প্রাপ্তি না হলেও,
সত্যি বিজয় আছে আমার হৃদয়ের গভীরে।