আমৃত্যু চিরকুট
- মাসুদ রানা দিলশাদ

মানুষ বিচারক হয়, নিজের দোষ ঢাকে,  
অন্যের পাপ দেখে কেবল রাগে।  
উকিলের মতো করে নিজেকে বাঁচায়,  
ভুলের ঊর্ধ্বে কেউ কি কখনো যায়?  

মধ্যমপন্থি হতে শিখুক মন,  
ভ্রাতৃত্ব গড়ে উঠুক নত মাথার ধন।  
লোভের অন্ধকারে যত বিভক্তি ,
শৃঙ্খলার চিরকুটে দারুণ দীপ্তি।

নিয়ম বদলায়, মানুষও পাল্টায়,  
তবু স্রষ্টার বিধান শাশ্বত শোভায়।  
সংস্কারের পথে তাঁর পাথেয় নাও,  
সত্যের আলোয় নব দিশা পাও।  

আমৃত্যু এই চিরকুট, জীবনযাত্রার পথে,
পথের প্রতিটি বাঁকে আছড়ে পড়া বিপদ।
প্রতিটি মুহূর্তের ক্ষণিক উত্তরণের কণ্ঠে!
চুপচাপ ছড়িয়ে যায় অমোঘ আলোর ধার।