শিরোণাম: রহস্যময়ী এক নারীর মন
কলমে: মাসুদ রানা দিলশাদ
তারিখঃ ১০-১০-২০২২ ইং
রহস্যের মাঝে নারীর মন,
কলঙ্কের দাগ দেয়নি তোমায়,
চিঠি পাঠাতো মোর স্নিগ্ধ হৃদয় ,
তোমাকে জানার চেষ্টায় অদ্ভুত গুঞ্জন।
চিঠি তুমি ঠিকই পেয়েছো,
রহস্যময় তুমি,
চিঠি উত্তর আজও পাইনি আমি।
অহমিকা দর্পনে অগ্নিশিখা তুমি,
তীব্র দাবদাহে মনটা ভীষণ বিষন্ন,
শুভাকাঙ্ক্ষী ভেবেছিলাম আমি,
দারুণ প্রফুল্লতায় মুহূর্তের জন্য,
তুমি কি উত্তর দেবে জীবনে কখনো?
ভবঘুরে মন উঠানে,
অস্থিরতা অদূরে অদ্ভুত স্পন্দনে।
প্রবাহিত রহস্যের মায়া-ছায়ার ভুবনে,
স্পষ্টতার অভিমুখে তরঙ্গ সঞ্চার ,
তবুও পথ এগিয়ে যাওয়া পথিকৃৎ জীবনে,
স্বীয় কাব্যের শহরে কাব্যলিপির নিরন্তর।
রহস্যে আবৃত নারীর কাছে,
হয়তো খুব সাধারণ বিষয় চিঠিপত্র,
ভাবনার মোহ সীমান্ত মস্তিষ্ক।
শুভক্ষণের অপেক্ষা উন্মুক্ত ,,
পথিমধ্যে ইচ্ছেতে পথিক,
পথিকৃৎ শহরে
জানার কৌতুহলের বিষয় নারী অস্তিত্ব।
উদাসী বিকেল,,,একাকী নির্জনতা,
তবুও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কিছু কথা।
কবে হবে মন উঠানে স্নিগ্ধ গোধুলী আগমন?
অজস্র ভাবনা নিয়ে অর্জন নাকি বিসর্জন??
নিরন্তর পরীক্ষার নিয়ে পথিমধ্যে যত গুঞ্জন।
ওহে নারী! তোমাকে পাওয়ার জন্য নয়,
বরং তোমাকে জানতে আমার সবিনয়।
অস্থিরতার সময়টুকু ব্যাকুল দীর্ঘশ্বাসে,
তোমাকে জানতে ও
তোমাকে জানানোর চেষ্টা করি!
মলিন ভাবধারার আবেশ খুঁজি
বিশুদ্ধ বিশ্বাসে।
অপেক্ষা ও ইচ্ছে নিয়ে পথযাত্রা,
চিরকুট আগলে রাখা বুকে মলিন মাত্রা।
একটা অর্ধেক চাঁদ ছোঁয়ার অন্তরালে অর্ধেক রাত,
প্রতীক্ষার খোলা হাওয়া বইছে রহস্যে মায়া ,
ভিতরে অনুভূতি কাব্যিক গল্পে উষ্ণ অভ্যর্থনা,
অতিথি পাখির নীড়ে ফেরার গল্পে নতুন প্রভাত।
#নারী #রহস্য
#masudranadilshad