আদর্শের পথিক
- মাসুদ রানা দিলশাদ
বসন্ত বাতাসে নয়,
গ্রীষ্মের কাঠফাটা রোদে,
গোলাপের সুবাস নয়,
কাঁটার ব্যথা শোকে।
সত্যিকার নেতা জানে,
ভোগ নয়, দায়বদ্ধতা মানে।
তুমি কি পারো কান্না থামাতে,
ক্ষুধার ক্ষরণ হৃদয়ে বুনতে?
তুমি কি পারো ব্যথা ভুলে,
অন্যের তরে হাসি তুলতে?
যদি পারো, তবে দাঁড়াও পাশে,
মানুষের প্রতিনিধি স্বপ্নের আশে।
জনতার কান্নায় সুখ খুঁজে,
ক্ষমতার মোহ মলিন করে।
আদর্শে যার মাথা নোয়ায়,
সে-ই তো নেতা, সত্যিকার হয়।
তুমি কি বকর? তুমি কি ওমর?
উসমানের মতো দৃষ্টি তোমার?
যদি না পারো, এ পথ কঠিন,
নেতৃত্ব শুধু নয় নামের গৌরব।
যদি নিতে পারো বোঝার ভার,
তবেই হও জনগণের অধিকার।
না হলে থেকো বন্ধু-সহায়,
নেতৃত্ব নয়, সেবা হোক দায়।
#masudranadilshad