এই আসর ও আমি -
রকমভেদে লেবুর কদর
ছোট-বড়য় পাতি কমলা -
স্বাদে-গন্ধে রসিক চোখে
বাঁধা আলে ছেলেবেলা ।
বাতায়নে গরাদ ফাঁকে
মুক্তগাথা কারুকাজে ;
ক্ষ্যান্তমণির বাঁকা শ্লেষ
রঙ্গিন কাঁথায় রিফুর ঠেস ।
হেলে দুলে ছন্দে নাচে
সাঁঝবেলাতে বেলির কুঁড়ি ......
দ্বন্দ ছেড়ে সন্ধি জোড়ে
কাঁচা কঞ্চি বুনুন ঝুড়ি ।
রোগা ডালে টিনের চালে
কাঠবেড়ালি বেড়ায় ঘুরে ;
কচি-কাচা পেয়ারা স্বাদে
মন্দ ভাল ছিন্ন জালে ।
হামলা দিয়ে বয়সকালে -
যাচ্ছেতাই সাঁতরে লাচার ;
সাধ হয়েছে খাবি খেতে
একলা ঘরে খোলা দুয়ার ।
অগোছালো সবার দাবী ......
দেওয়াল ঘেঁষা গুচ্ছ ঘাস -
বালির ঝড় হেলেদুলে
মনসা পাতা করাল ফাঁস ।
এলোমেলো আঙুল ঘুরে
ঘুনপোকাদের বেসুরো তান ;
ব্রেল-বোর্ডে টাইপ কী(key)
কোদাল চেঁচে দেয় জানান ।
অবশেষে -----
স্ট্রাটেজিতে নক্সা কেটে
পাঠক বুঝে গোপন কোপ -
চোরা সিঁড়ি জুটিয়ে রস
মোহনভোগের যৌন ক্ষোভ ।
নিম-বেগুনে নিমের তেঁতো ......
জিভে ভেজা তোমার ঠোঁট ;
রাবড়ি মেঠাই বোঝাই ঝুড়ি
ভালবাসার বাড়ছে ভোট ।
তবুও তুমি আমার তুমি ......
রাখবে শুধু হাতে হাত ;
দূর কেবলই কোশ মাপা পথ
সওয়ার যখন যুক্তি-রথ ।।