ভালবেদেছিলাম বা কী
আগে পিছে এপাশ ওপাশ
ছড়িয়ে হাত, নাচলে
রাগ হয়ে যায় ভীষণ ।
মাথার ওপর তুলে হাত, উদোম নাচ
অবাক মন,
বুঝলাম না, কখন
ভিড়ে গেছি আমি ।
অনেকদূরে, যাই সহজে ভেসে......
উড়ে যাওয়া নেই ঠিকানা মেঘ
করে অবহেলা ;
ডিজিটাল খেয়া তরী, ভেলা ।
মাংস নেই একরত্তি ;
ভালো লাগা সুন্দরী পরী,
খুব কাছে ।
চায় না ছুঁতে মন,
আমি একা যখন ।
ওরাও উদবাহু
নাচের নিত্য সাথী
ভুলেছে পথ, তাম্বুল সেবন ।
সুন্দরী সে, মাংস নেই
শুধুই শক্ত হাড় ।
কাছাকাছি, ঘুমিয়ে পড়ে পাশে ;
অভাবী সুখ, ভালবাসা এমন ।
রক্ত ওদের হয়তো লাল
তাতেই নাম লেখে ।
আঁধার ঘোর, ঢুলুঢুলু আঁখি -
ভালবেসেছিলাম, বা কী !
বুঝিনি তেমন ।