দেদার শখ বাগান আমার গোলাপ চামেলি
বকুল চাঁপা বেলি......
রঙে ঢঙে আড়ম্বরে হাজারো ছেনালি ।
পাপড়ি মেলে লজ্জা সাজে জ্যান্ত
কবিতায় উদার চিত্ত পাতা,
একফালি নয় ক্লান্ত ।
ঝিরিঝিরি শান্ত বারিধারায়
হিন্দোলে সারি বনফুল ।
টানতে রেখা মনের ক্যানভাসে
চড়ুই পালক গন্ধে উদভ্রান্ত ।
তবুও খোঁচা, আকাশের পূর্ণ শূন্যতা ।
খালি চোখেই পরাণ মেলে দেখা ।
পুঞ্জ আলোক তেজী ফুলঝুড়ি ;
খেয়ালি খেলা তারাদের চনমনে আনন্দ ।
উড়ছে ঘুড়ি, পার হতে চায় আকাশ
হাতছানি দূরের দিগন্ত ।
তোমার কুশল বার্তা - সুতোর টান ঘুরছে লাটাই
কড়াগণ্ডায় পাওনাদারের
হিসেব চূড়ান্ত ।
মেললো ডানা, বিড়ম্বনার চিল
অজানা ঠিকানা ।
‘ভালবাসি’ সোচ্চার শব্দ, সাজানো পালকে
ঝাপটে ডানা শোনাতেই হ’ল ।
ভালবাসার জ্যান্ত গোলাপ - চাহনি দুরন্ত ।