সবাই আমরা যে যার মত
কেউ নই একা !
সত্যি এটা ।
ভুলে গিয়ে গত বিকেলের সুখ
ভোমর ঠোঁটে পেলাম সন্দেশ ।
ভালোবেসে মধু চুমুক আদর ছড়িয়ে
বিবাগী সকাল ভীষণ দোনামনা ।
করেনি সে কথার খেলাপ
প্রতিটা সকাল
ভীষণ গোপন আপন আলাপ
টুকটুকে গোলাপ ।
সুধীর মলয় দোলায় নেচে
পাপড়ি মেলার অকৃপণ ঋণ ;
অনাহুত আমি
ইচ্ছে আকাশ খোঁজা,
মেঘ আড়ালে আবরিত
বিষাদ মনের ব্যথা ।
হট্টগোলে দাস্যরস ব্যাকুল পদাবলী -
কাছে এসে বাড়িয়ে হাত
করতে গেলাম চয়ন !
বিঁধলো কাঁটা কেবল অকারণ ।
অপরূপ রূপ পশরা সাজিয়ে ;
কইলে কথা, ময়ূর পেখম মেলে ।
অবগুন্ঠন সওদা স্বপন, করলে কেনাবেচা
তারাদের আলোয় হয় চেনা
পর্দাটা হাওয়ায় নড়লে ।
আফশোষের করুণ আঁচে,
রুটি হচ্ছে সেঁকা ;
পাতলা সুতোয় – মাকড়সা যারা
বুনছে জাল, একেবারে সত্যি......
ভবসাগর পারেই বাঁধা তরী
আমরা এখন কেউ তো নই একা ।