রাত গভীরে গন্ধরাজের কুঁড়ি
সবুজ চাদর মোড়া ।
অভিনব আশায় দিনু মন
গলার নলি তিতকুটে জ্বলন ।  
কয়েক পলের রাত......
মুছে গেলে আঁধার
গুটি পায়ে, ছেঁড়ে বাঁধন কুঁড়ি ;  
মুঠোয় চাপা মাধবীলতা
আটপৌরে কবি,  
আফশোষের এক ফালি চাঁদ  
বিলীন কুয়াশায় ।
  
ওঠানামা উদোম নাচে
সাগর জলে মেলা ।  
কলকাকলি ইলশেগুড়ি
উস্কে হিংস্র স্পৃহা ।  
বৃষ্টি তালে মিশেল বোলে
অলস শরৎ দুপুর ;
পুরুষ্টু বাঁশ কঞ্চি ছেঁটে
অহংকারী  ছিপ,  
শিকারী জেদ লোভের টোপ
আয়নায় ফাৎনা ।

জমা মাটি ভীষণ অতীত
ভিজে পাথর ভিত ।  
অভাবী ক্ষেত, আফিম ঘোরে  
গড়বে উঁচু টিলা ;  
বালির দানা - খরখরে, শুকনো ।
এক চিলতে মধুর খোঁজে
বিচ্ছু চালাকি,  
চলার পথে রাস্তা মাপে    
শামুক যাযাবর ;    
পিপীলিকা আঙিনাতে ধুঁকছে এখনো ।  

ঝুলন দোলনা
নড়বড়ে গিঁট হাওয়ায় ।
সহচরী বকের কণ্ঠে
শিঙি মাছের কাঁটা ।
আদুরে লাল চাঁদের মাটি  
পিঁড়ি আসন পাতা ;  
‘প্রাচীন ডানা’ - ইতিহাসে ফসিল……  
উপড়ে কাঁটা কাব্য লেখে
কবরেজ সারস ।  

‘প্রাচীন ডানা’  - Archaeopteryx