শবের স্তূপ… কিছু কবর,
কয়েক পুড়ে ছাই ;
রোজ সকালে খবর হরফে......
বাতাস কাঁপায় বাসি নেশা
শুকনো পলাশ বিষ ।
সদর্প জোয়ার ছেঁড়ে
মোটা কাছির ফাঁস ;
চোরা কামরা তালা ভেঙে
বিষাক্ত বারিষ ।
বাতাস – জল - আকাশ
মহাজাগতিক প্রাণ,
দাবী মুলুক বিকাশ ।
তোমায় নিয়ে ভাবনা ভাসে
অমাবস্যার চাঁদ -
শিল্পী মন ক্যানভাসে, একপেশে ;
ইচ্ছে ক’রে মজার লুকোচুরি
একঘেয়েমি রেখা ।
পেয়ারা ডাঁশা ঝুলছে মগডালে,
আঁকশি লগি বিভ্রান্তি মাপ ।
অক্ষরেখায় ফোঁড় সেলাই
মনন উপগ্রহ ;
এই ভাবেই ঋণী তোমার কাছে ।
রোশনাই মোহমায়া, চলন্ত ছায়া ;
বুঝিয়েছিলে -
অনুভূতির অবশ খতিয়ান ।
ইতর পরাগযোগের পোকা,
বাতাসে উসখুস......
প্রসারিত পাখনা যোগ
ছোট্ট মক্ষিকা ।
চিরহরিৎ গুল্ম বৃক্ষে
খালিশা ফুল,
দিনের আলোয় রূপনেহারি
চন্দ্রিমা ছটা ।
ছন্দ ঘ্রাণে অঘোর মধুলোভী
মৌয়ালরা সময় জানে ঠিক ।
খলিশা ফুল ‘পদ্ম মধু’
অন্য পরিচয় ;
নিঝুম রাত ঢিমেতাল
ঘুম নেই ওই চোখে,
জলতরঙ্গ সোনালি স্রোত
ধ্রুবতারার দায় ।
এই তো সময়, বাজুক এখন মাতাল মাদল বোল ;
সংবেশিত
বাতাস – জল – আকাশ ।