ভোরের আলোয় পাখি
ভেসে চলে দূর নীলিমায়
ইচ্ছেটা সীমানা ছাড়ার,
কাল নয় এই এখনি; আজ-ই।

ডিম ফুটে কিচির মিচির,
জড়িয়ে মায়ের ডানা উষ্ণ পরশ -
নিয়ে সাথে শিখিয়েছে লাফ
এ ডাল ও ডাল ;
শিখিয়েছে পাখনা মেলা, নির্মম সোহাগে ।

থাকবে না সাথী কেউ, শুধু এই শূন্য আকাশ
তোমার বিস্ময় বিশ্বে ।
অনুপম মন্ত্র যে এটা -
ডানা মেলে ভাসতেই হবে ।

দূর আকাশের লোভ…..
ধরো খুঁট বিনিময়ে দাও উৎকোচ ;
নেই শ্রম - ভাসবে আকাশে  
এ যে এক দুষ্টু খেলা ।

সহজে আকাশ ছোঁয়া,  প্রসাধনী বাসকসজ্জা;
উপহাস করো ।

মেঘ জমে ঝড় ওঠে, ওই আকাশেই
বুজরুকি পথ বেছে মিলেছিল প্রশ্রয়;
কেন আজ এতো অসহায়,
উড়ে যাওয়া খড়কুটো ভাবো সাশ্রয় ।

ডানা দুটো দিয়েছে তো ছেঁটে
সোচ্চারে বলি তাই, উপহাস করো ।

তাকিয়ে আকাশপানে বার বার দেখো,
দূর থেকে আরও দূরে যায় উড়ে
ঐ সেই পাখি ।
যে সুরে শিখেছ গান এযাবৎ , নেই আলাপন
সেই সুরে মেলাবে না গলা
কোনোকালে ওরা ।

অবিরাম শ্বাসে শুধু
দোষারোপ করো;
আনন্দে ডানা মেলে ভেসে যাওয়া পাখিটাকে
আজ তাই উপহাস করো ।