ভেজা পাতায় জলতরঙ্গ
অলস ঝঙ্কার      
অম্ল ঢেকুর সহজাত কবচ
সকাল কিবা সাঁঝ ।    
প্রতিঘাতী ধূলোকণার সোপান বেয়ে
ফোঁটা জল পড়ছে চুঁয়ে
এঁকাবেঁকা,  
আদিখ্যেতা জানলা আঁটা
স্লাইড ফ্রেমের কাঁচ ।  

গুরু গুরু গর্জনে মেঘ      
ঝুমকো ফুলে গুটিয়ে প্রকাশ
কিশোরী সবেদা ।        
ঝিলিক ঝিলিক ঝলসিয়ে মেঘ  
কেকা রবে পেখম মেলে সখা ;
সরু গলা  বন-ময়ূরী
মাটির গন্ধে
লুকিয়ে রাখে লাজ ।    

বর্ষা এলো গভীর নিম্নচাপে
কাগজ নৌকো
নটরাজী উল্লাস ।  
  
ঘুটঘুটে ভুসো কালি রাত  
ঝিকিমিকি তারার আলো খেলছে লুকোচুরি
গন্ধহীনা মেঘ ;  
আলুর চোখা,
স্বপ্ন দুষ্টু ছেলের ;  
কয় যে কথা কাঠের দাঁড়ে
শোলার টিয়ে,  
দাড়ি-কমা কেতাবী ঢঙ যত ।        

ভোর আলোয় ঝিম মারা বর্ষা ;  
প্রভাকরের প্রভাত ফেরি কিরণ -  
সদ্য ফোটা ডালিম ফুলে মাতাল ।  

রেখে যাচ্ছি মৃগনাভি আবেশ......          
থোকা যূথী বর্ষিত আঙিনায় ।