অতি-বেগুনি রশ্মি আভা রোমাঞ্চ সংকেতে
ফিন-ফিনে রেশমী সুতোর জাল !
দিয়েছে টান পুরুষ মাকড়সা -
সাধ যে আমার তোমার সাথে নাচি ;
হ’লে রাজি কাঁপিয়ে দিও জাল ।
তারার ভীড়ে জ্বল-জ্বলে
সমান্তরাল ফালি আকাশ
পাশের বাড়ী খুস-খুসে কাশি ;
বুলবুলির শিষে শোনা ছ্যাক-ছেকে সঙ্গীত
পানকৌড়ির বেঁকা ঠোঁট ভাঙা কানুর বাঁশি ।
কাব্যিক ঢং নরম কাঁটার বাগানবিলাস (বগেনভলিয়া) লতা
বিছিয়ে আঁচল আগল টানা ঝাঁঝাঁলো দেহের তাপ
আঙুল তোমার করছে খেলা আমার চুলের ফাঁকে
আঁধার রাত বাদুড় চোখে ইশারা ইঙ্গিত ।
বইয়ের হলদে পাতা ………
জমে থাকা রক্ত জবার ছাপ ;
ঝুমকো লতা শব্দ গুচ্ছ বৈদ্যুতিক চুম্বক,
টানছে আমায় অবাক করা গতি -
মধু ছাড়া ভোমর ভ্রমণ স্বর্ণ-কেতকী ।
বাটির জলে চিংড়ি-সাঁতার দোসর মেনেছি
ভুলটা কিসে
তোমায় যখন দেখতে চেয়েছি ।