প্রতি পল অহরহ,
বেড়া দিয়ে বেঁধে রাখা কিঙ্কিনী ঝোঁক ;
ঘন চুমু ছোঁয়া রেখে ঠোঁটে
মিঠেকড়া দানাপানি সম্ভোগ ।
বিদায়ের পালা তবু আসে হররোজ ।
আমার পিঠের দিকে খোলা জানলায়
এক নয় মোহময় অনেক সত্তা,
অপরূপ মধুরাতি আলোর ঝর্ণায় ।
কঠিন ডুরির জাল
ইয়ার্কির অগস্ত্য যাত্রা ।
দিগন্তে উঁকিঝুকি ধূসর বাসর
দলবেঁধে রাতপরী দেখায় স্বপ্ন -
আসকারা আশার ঝলকে ।
ধার করা রোশনাই আলো
কাব্যে সোহাগী ভাষা - অজগর প্রেম ।
রাধা-বিনে নেমে এলে রাত
পাগল কানুর শিস, শ্লথগতি ।
দিশেহারা ধ্বনি প্রতিধ্বনি ।
বেলাতটে উন্নাসিক অনাদর নুড়ি
হয়তো হামাগুড়ি সুখ.........
বিপ্রলম্ভ লাচার মৌমাছি ।
বন্ধ, খাঁচার দ্বার -
ইতিউতি আকাশের বেশরম হাতছানি.........
ভালো তাই নিয়ত একেলা ।