ভালোবেসে ভালো দেখার ইচ্ছে যদি
আমার ভুল -
কায়ামায়ার জলছবি বাড়বাড়ন্ত
শ্বাপদকুল ।
ঐ বিকেলে কথা ছিল
ঝড় কে ডেকে
মিলিয়ে দিলে তাল ।
বারি়ধারা কয়েক ফোঁটায়
বাঁধালে গোলমাল ।
গোয়াল ঘরে খোঁটায় বাঁধা
রাত পরীদের স্বপ্ন-দোষের
অবাধ্য শুকতারা -
দুঃখ সুখের লাগামটানা ঘোড়া ।
অনেক কিছু পেয়েও ;
খচখচে রোদ আসাম বোনের ভালুক ……
ঘুসঘুসে জ্বর ডুমুর ফুলের তোড়া ।