সকাল হ’লে রোদটা কেমন
ঢুকে পড়ে জানলা গলে,
বিছানাটার চাদর ছুঁয়ে
ডিঙিয়ে ধাপ পলে পলে ;  
চাঁদের আলো ভরিয়ে স্নেহ – অবাধ লুটোপুটি -      
মাঝ রাতে লুটিয়ে পড়ে বুকে ।  

উসখুস মন জানায় আপদ বাংলা হরফে ।

সাজানো সত্যি খড়ির দাগে খেলা……    
রবি শশী কিরণ মালা - গুপসুপ গল্প ।
বেগুন গাছে জড়িয়ে শিমের লতা
খানিক আজগুবি ; .
জীবনটা সেই বঁড়শি গেঁথা পুঁটি ।

ড্যাবডেবে চোখ ভাবনাগুলো গোছবাঁধা শেল্ফে ।