হাতের নাগাল উড়ছে ঘুড়ি
পায়রার দল - হাল্কা ডানায় ভর
চিত্রপট মঙ্গলঘট, এঁকে রাখে ছবি
আকাশ নীলের নীচে ;
দাঁড়িয়ে ছাদে, দেখে ছেলেটা ।
কলম যেন বিশাল হাতুড়ি
লোহার পাতে হেনে আঘাত
আওয়াজ কানফাটা ।
ফ্যালফেলিয়ে হাসে
ছাদের ঐ নাছোড় ছেলেটা ।
পেতে কান শোনে গর্জন
বাদল দিনে ঝেড়ে কাশে
পুঞ্জিত মেঘ ভারি ।
হাত বাড়িয়ে লুটে নেয় আমজনতা
কমনীয় শীতল,
কোচড় ভরে ধারাপাতের জল ;
বাদল পোকার উলঙ্গ পা, মগজে সুড়সুডি ।
কচি আম ডোবা তেলে আচার
মনের খাতার ইনিয়ে বিনিয়ে,
লকলকে জিভ……
ভাতঘুমের হাই তোলা বিচার ।
জনপদে পালকি বাহক
হারে-রেরে- রেরে ।
সবাই জানে সবাই বোঝে
পরিধানে, ছিট কাপড়ে বস্ত্র ।
বেঁকাচোরা আস্তিনে ভাঁজ
পাড়ার মোড়ে, সজাগ গোঁফে
জিলিপি প্যাঁচ হাসি ;
নল লাগিয়ে ডাবের জল পান……
ঠেলাঠেলি ইয়ার দোস্ত হয়েছে জড়ো
সুচারু আনন্দ ।
জুটিয়েছে, ছোট বড় টুকড়ো টাকড়া ইট
মারবেই ঢিল মৌচাকে
আম গাছের ডালে ।
ছাদে দাঁড়িয়ে তবু……
বিঃদ্রঃ- সাম্প্রতিক এক অতি পরিচিত সম্মানীয় কবির রসিক মনের অকপট পরিবেশনে বিশিষ্ট জনমতের প্রতিফলনে আমার অর্বাচীন মন । তাল আর তালশ্বাস স্বাদে আলাদা । যে যার নিজের জিভে চিনুক, এটাই অভিপ্রায় ।
কোন বিরোধ নয়, উপলব্ধি মাত্র ।