চলতি পথে কেবল হোঁচট
সবটা ই হারাই ।
ডাগর চোখে ঘন কাজল এঁকে .......
ঝরা শিউলি র মন কেমনের ডাকে ;
কেন, তবু মনের মত সাজাই !
শুরু, আমার মহালয়া সকাল........
তৈরী আমি !
এটাই আমার বড়াই ।
জানা তো নেই – কাল এখানে........
হরিধ্বনির রব রোওয়াবে
জন্ম নেবে ‘নিমাই’ ।
ভালো থেকো সবাই ।।
শুভ মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই ।