পায়ের পাতার বিরক্তি জের
পাথর নুড়ির চোটে ,
স্বপ্ন এখন রোজনামচায় দৌড় ।
চুরির বালি উটের কুব্জ পিঠ ,
পথের বাঁকে দু-ধার খোলা মোড় ;
বিলোয় রক্ত এক করের রেটে ।
জল জমে তাই জনম তাথৈ - গভীর খাদ ;
ভাঙা বাঁধের খলখলানি জল ;
পেছন পানে বন খেদানো দাঁতাল -
কোটরগত একটা চোখের মণি ।
পিতা-প্র-পিতার উড়নচণ্ডি রক্ত,
মলিন মিলন পায়ের পাতার চেটোয় ;
ডি এন এ ‘র জালে জড়িয়ে জট
দয়ালু মন হাত বুলিয়ে পা-এ
ঠুলি চোখে বলদ টানে ঘানি ।
পথের বাধা তোড় জলের দেওয়াল
মাঝে চ্যানেল কৃষ্ণ-আঁধার নালা ;
এ্যঙ্কেল ডিপ্ ছোট ঢেউ
ধাপে ধাপে জল -
উল্টো স্রোতে লবণাক্ত ইলিশ !
বেবিলনের *সেমিরামিস (Semiramis)
নিমরডের (Nimrod) বৌ হয়েও সহিস ।
কাম বিলসন ঝিমুনি ঘুম
বাবলাতলায় -
ঘুসঘুসে জ্বর পুষি ;
ফুলিয়ে গোঁফ মিটিমিটি চোখ ।
ধাঁ ধাঁ বৃষ্টি মধ্য রাতে
**মুনি গৌতম আসবে স্নানে -
মতিভ্রমে চাঁদে আজও
অভিশপ্ত কালো ছায়া ক্ষোভ ।
ডুবে থাকা এঁটো বাসন
সিঙ্কে জমা জল -
জোড়া হাত গরম বিটুমেনে ;
এই তো দুজন একের জন্যে ওরা -
সরু আঙুল বিধ্বংসী সাঁতার
নারদ যন্ত্রে চেনা ছন্দের মানে ।
উল্কা পতন, যবনিকা অঙ্ক স্বপন ;
ব্যোম্-ভোলায় শাওন লোভী সাথী ।
* Semiramis– The Mother and Wife of Nimrod…. According to various legends, Semiramis was Noah’s granddaughter….. And became pregnant after engaging in an adulterous affair while married to Nimrod and divinely conceived a child which she claimed was the reincarnated Nimrod.
**মুনি গৌতম – অহল্যা-ইন্দ্র কথা ।