দেখতে পাওয়া আকাশ সীমার শেষ,
হেলে পড়া ব্যস্তবাগীশ ঝকঝকে চাঁদ ;
হুদ হুদ শান্ত রব, প্যাঁচার অপবাদ ।
খেয়ায় বসে হঠাৎ গাইলে যখন
একশো বছর আগে গেয়েছিলেন
রবি ঠাকুর নিজে ।
উরু উরু মন, হাঁপিয়ে শেষ ল্যাপ,
ভুরু কাঁপিয়ে সজাগ চোখ - চাইলে অ্যাপ্রুভ্যাল
আমায় ভালবেসেছ ।
নদীর জলে ছলাৎ
মেলে চোখ, খুঁজি সেই চাঁদ
রাতের গল্প পেতেছে কোন ফাঁদ ।
স্নানঘরে নকল ঝর্ণাধারা (শাওয়ার)
ভিজছে চুল শরীর...
চেয়ার জুড়ে ভীড় ;
খুশ-অখুশ মুখ,
কিলিবিলি অফিস ফিরিস্তি ।
গুরুগম্ভীর শাওনধারা নামলো আকাশ ভেঙে,
কামরাঙা মেজাজ কামড়, বাদামী মরচে জঙে ।
ধুত্তোর! বুঝতে পারি না
ভিজে নিলে তাতে ।
কালও ছিল সঠিক হিসেব পাই-পয়সা গুনে ।
হামলা করে ফ্যাসাদ বাড়ায় রোবোট অডিটর
ভ্যানতারা, গোঁজামিল গল্প ছিল না ।
রাতের বেলা গান এসেছে মনে……
চাঁদের আলোয় স্পষ্ট দেখা কাদামাটি তীর -
লজ্জামাখা কাছিম,
শক্ত পিঠ রাখে আবরণ,
মনের কান্না ছিল গোপনে ।
ধ্রুবতারায় মিলিয়ে চোখে চোখ
ঠিকই ভেবেছি - তোমায় ভালবেসেছি ।
শেষ পাতায় কালির দাগে, সঠিক অ্যাপ্রুভ্যাল ;
রাতের গল্প শুরুই শেষ রাতে ।