আকাশ পাতাল পাহাড় নদী
জীবন উইল
খুঁটিনাটি ;
সবাই সব বাসবে ভালো
এটা কেমন হয় !
শক্ত নরম যেমন তেমন
কাছাকাছি কেউ……
লতিয়ে চলা বাঁচার তাগিদ
গুল্ম লতা পাতা
জড়িয়ে নেয় শুঁড় ।
শ্যাওলা জমা কলার ভেলা
হেলেদুলে ভাসে নদীর জলে,
দিন রাতের সোজাসাপটা হিসেব ;
তীর পেলো কী নাই বা পেলো
আনন্দ যে শ্যাওলা-নদী সুখ ।
আমায় ভালবাসবে কেউ
কিংবা ভাল বাসবো আমি……
নদী পাহাড় আছে খোলা আকাশ ।
সন্দেহ যে গর্ত খুঁড়ে
মানদন্ড পোঁতে,
বিচারকের অভেদ বোধ
পাটিগণিত খাসা ।
চেঙ্গিস খান শায়িত মাটি
কাব্য জুড়ে পাঞ্চলাইন......
সুদূর নীহারিকা ;
দিমাজাভের মহাকাব্যিক শপথ ।
না বোঝা পুরুষ আমি
অনির্দিষ্ট ‘একা’ ।