তারার আলোয় ছন্দপতন
মন প্রদীপের শিখা ;  
মেঘ দেখে ফুল কুড়িয়েছিলাম
বয়স ছিল কুড়ি ।
দিনের শেষে কালো মেঘে
আবছা রক্তরাগ -    
প্রবাহ তাপ বর্ণহীনা
শুকিয়ে যাওয়া ফুল ;  
বেসামাল লোভ আড়ি পেতে
আজগুবি ভাবনা ।  

বাকি কথা
উড়িয়ে ঘুড়ি
বেঁধে দেওয়া লেজ ;  
নীল আকাশে
আলটপকা
ভাব-করবী সেজ ।  

ছিঁড়িনি ফুল, কুড়িয়ে ছিলাম  
অবাক কুঁড়ি !  
ভিজিয়ে গা, নয় যে শিশির
পাতা ঝরা জল ;  
তবুও তুমি
ঘামাচি মারা গল্প শোনালে ।