অভ্যেসের কেনা জালে জটলা করে মেঘ
চেনা পথে হাঁটা ভুলে যাওয়া ।
ভোলা মন আহ্লাদী নাম দুহাত কপালে
ছবি রোজ রঙ তুলি নখের ডগায়
রাস্তা চলে এঁকে বেঁকে দুলে ।
কুয়াশায় ভেজা আস্তরণ
অচল সিকি সচল যাত্রা পথ।
ব্যাসদেব জন্ম ঠিকুজি
উজ্জ্বল পুঁথির পাতে অজানা কৌশলে ।
আলোকিত সপ্তর্ষি চন্দ্র মহিমা
নানা মুনি নানা মত জ্ঞানগরিমা – গুরুপূর্ণিমা ।
নিয়ম মেনে পেরিয়েছে সময়
ক্লাসের পর ক্লাস
লাফিয়ে পার
বিদ্যালয়ের উঠোন -
বিচারক অবাক নিরাকার ।
সঠিক পথ হিমালয়ে বেবাক অন্ধ গুহা,
কুয়াশাতেই ঢাকা ।
অজ্ঞানের পশরা সাজিয়ে
সবাই জানে মিথ্যে বেসাতি ।
ভোলে-ভালার এই মাটিতে বেশ কেটে যায় দিন ;
আহাম্মকি গল্প ভূরি ভূরি
কিন্তু পথে - সেই মাতাল হাতি ।
চুরির ধর্মে বলীয়ান আমার আমি,
শুধে যাই ঋণ
গুরুপূর্ণিমা দিন ।