একটা তো ‘দিন’ ছিল
তুমি আমি এমনকি ক্ষুদে চামচিকি
মাঠে ঘাটে শ্যাওলা, প্রবাল
ঋক-চেতনা সাথী ।
‘কাল’ তো ফিরে আসবেই এই ‘আজ’
নদীর জল চিরকাল উত্তাল সংগ্রামী......
পাতা ফাঁদ হুল্লোড় উল্লাস,
করতলের ‘তালি’ ;
জেনে মেনে যথারীতি, কাজের ফিরিস্তি ।
ক্ষেত খামার অফিস কাছারি......
হনহনিয়ে বেড়ায় হেঁটে বিশ্ব ব্যাপারী ।
চরম গরম দুরন্ত তেজ হাওয়া
আবার কেমন কাঁপিয়ে শরীর মন
পেরিয়ে শীত ক্ষ্যাপা বসন্ত ;
তরতরিয়ে আলোর ত্বরণ
সদিক রাশি ধাঁধা -
মাঝির নজর হালের স্থিতি, জলের কবিতা ।
‘কাল-আজ-কাল’ আহ্নিক জপ
ভুলের সওদা ।