রাত গভীরে গন্ধরাজের কুঁড়ি,
বাহারি সাত রঙ
হয়নি বিভাজন ।
ঠিকরে পড়া ভিন গ্রহের আলো
করছে লালন সুপ্ত বসন্ত ।
আফশোষের ফালি চাঁদ -
দমক ঝড়ে উড়িয়ে আঁচল
সন্মোহনী মোনালিসা হাসি,
আর্তি আবাহন ।
হয়না কথা তোমার সাথে যখন ।
শীত প্রবাহ পার হওয়া নিমের কচি পাতা,
লাজ আমার বোরকা আড়াল -
মানুষ আমি ।
খড়ের চালে লাউয়ের কচি ডগা
এগিয়ে পায় গতি ।
ভয় নেই তার উচ্ছৃঙ্খল ফাঁদে ……
উঁচু গাছে শুকনো ডালে শকুনটাও কাঁদে ।