কথার সাথে জুড়ে থাকা কথা
ছাঁকনিতে ছাঁকা ।
কুঁড়ি থেকে টবের জবা আতিশয্যে ফোটা
শরত হেমন্ত ।
শিল্পী আঁকে মানস চোখে
টবের জবার শেকড়......
মগজ ম্যাপিং নিউরাল নেট-ওয়ার্ক
বিন্দু বিসর্গ ।
ঝাপসা চোখে ভোর আলোয়
সংরক্ষিত মোরগ -
গলার ঝালর ফুলিয়ে কঁকর কঁ ।
পচা খাদে পোক্ত টবের মাটি ;
মোটা কুঁড়ি টগবগে যৌবন ।
বাতাসে গন্ধ শুঁকে, হলুদ বোলতা
শন-শন ডানায় কম্পন ।
ফুটপাথে সাজিয়ে রাখা
মোটা হরফ দগদগে ভাগ্য ;
ছেকল বাঁধা, কথা বলা টিয়া
টকটকে বাক্য ।
আগে-ভাগে ভেবে রাখা কাজ
তালিকায় সময়-সরণি
কলার ভেলায় সিঁদুর মাখা ফুল বেলপাতা
এই সকালে গঙ্গাজলে
ছল-ছলাত দোল ।
আকাশ ছেয়ে চাঁছা ধুলোর বাহার
আনমোনা নয় তেজী তপন -
সকাল দোনোমোনো ।