উৎসুক নীরব রাত,
তোমার স্বপ্ন আবেশে….
পশ্চিমের তীর ঘেঁসে অভিমানী তারা সব,
শেষ ক'রে রাতের উৎপাত পারি দেয় ঘুমের দেশে ।
গিজগিজে অনুভূতি সব
হলদেটে, পুরনো চিরকুটে
ঠিকানা হাতরায়……
প্লাবিত শ্বাসের জোয়ার
জোড়া ঠোঁট কাঁপে ধীরে
স্পর্শের স্বর্গীয় লহমায় ।
অসীম ইচ্ছেতে ভেসে - ঐ রাত,
চিল চোখ নিশ্চল তারা
বাসনার চূড়ান্ত পিয়াস ;
সংযোগ স্নিগ্ধতায়
নমনীয় উদ্ভাস পরশ
যেন শত জনমের পরিণত বিশ্বাস ।
ঘাত প্রতিঘাতে
জ্বলে দিন আগুনের মতো ।
দিনশেষে অসীম কৃপা -
দেখা হবে ফিরে আসা তারাদের
চিকচিকে ঔজ্জ্বল্যে স্নাত
যেন ওই মনোলোভা
সহবাসী রাত ।