টোকা লেগে চির খাওয়া শৌখীন কাঁচ -
তুলির টান চিত্রকরের চকিত বিদ্যুৎ ।
ক্যানভাসে প্রলেপ রঙ কৌশলী শিল্পী
উৎসবে অবাক চাহিদা ।
ঠাসা তুলো নরম তোষক, মোটা সেলাই ফাঁক -
শেষ শীতে তেষ্টা মাখা ক্লান্ত ঠোঁটের ছোঁয়া ।
আধবোঝা চোখ ছায়াছবি, কৃত্রিম বিবেক ;
গিরগিটি তোর ছটফটানো বুকের উষ্ণতা ।
ভবঘুরে আঙুলগুলো কী-বোর্ডে বিহার
ভারভারিক্কি শব্দ হাঁটে ছারপোকা ভাবনা ।
মাঞ্জা সুতোয় অজস্র গিঁট......
ঘুড়ি ওড়ানো শখ যে, রাজসিক ।
এ-বোল সে-বো্ল, ইকিড়-মিকিড় কলরবে দোলা
ধিন-তা ধিনা তা ;
প্যাঁচ খাওয়ানো অবাধ্য নেশা ।
মানে ছাড়া লোফালুফি বেয়াকুফ কথা......
বেতের বনে কঞ্চি বাজায় বাতাসিয়া বাঁশি ;
বর্ণহীনে বিদিশা, ছেঁদো কবিতা ।
কিন্তু! কিন্তু! কিন্তু!
ন্যাড়া ছাদে মাঞ্জা সুতো লুটের পশরা ।