জীবন এক কুড়িয়ে পাওয়া গয়না
ধুলো ঝেড়ে সেফ ভল্টে
জমিয়ে রাখা যায় না।
যা ইচ্ছে তাই ভাবনা বশে
কশাঘাতে মন ;
কাঁচ বাক্সে সেজে-গুজে
রঙ্গিন মাছের ভ্রমণ।
শীতের লেপের ঊষ্ণতা মাপ
কাপাস তুলোর ধানাই -
গঞ্জনা ভুল গুঞ্জন তান
অকপটে সানাই।
আশাহত ঘাস গালিচা পদাঘাতের দাপট
ঘূর্ণি ঝড়ের চোখ-রাঙানি আত্মগ্লানি প্রকট।
সমাজসেবী সমব্যথী, উড়োধানের খৈ -
জড়িয়ে মানুষ স্বপ্ন ফানুস নেপোয় মারে দৈ।
‘ভুলে গেছ’ এই কথাটা বারে বারে ফেরে
ভিজে বালি ফোটায় জ্বালা ক্ষণিক অবসরে ।
সবুজ টিয়ার সজাগ ঠোঁটে হলুদ ভুট্টা দানা ;
‘রাধে-কেষ্ট’ বুলি শোনায় খাঁচায় বাঁধা ময়না।
জলা-জমি খানা-ডোবা টই-টুম্বুর পুকুর
লজ্জা ঢাকে ঘোমটা টেনে কয়েদ বেলের দুপুর।
ঝড় উঠলো ফাগুন বনে মাঘের বেলা শেষে -
আমের রসে মজেছে মন বাগান হিসেব কিসে।