বোম ফাটে নি,
বারুদেও লাগে নি গরম তাপ ।
বিকট আওয়াজ তাও ......।
সব ঘরেই উচ্চগ্রামে টিভি
প্রাইম টাইম নিউজ -
সিকিউরিটির চোখে দিয়েছে ধুলো ।
মন্ত্রীমশাই ভয় পেয়েছে, খামচে দেবে
বেড়ালের নামটা না কী হুলো ।
আকাশ বাতাস পোড়া ধোঁয়ায় ভরছে
টাকা দিয়ে চাকরী বিক্রি দেদার
পারছে যারা তারাই শুধু লুটছে ।
হায়না সতেজ আলো-আঁধারি বনে
কেউ কী জানে ধুলোটাও, পয়সা দিয়ে কেনে ;
ছকের কাগজ নিলামেতে হাঁকা ।
দাবা খেলায় বোড়ের দান
হাজার কোটি টাকা ;
শেষ সিঁড়িতে মসনদ অংকটা পাকা ।
ছবি এঁকে পদ্য লেখে, কচিকাচার দল
‘বল না কাকা লাভ কার’
নিছক কোলাহল ।