ঘটি বাটির ঝনঝনানি নিত্যদিনে কলতলায়
হাঁপড় টানার হাঁসফাসানি দক্ষহাত কামারশালায় ।
রব তুলে রোয়াক দেখে
বসলো শালিখ অন্য শেডে
খোল-করতাল সরব ভারী সকাল সাঁঝে বটতলায় ।
জলের তোড়ে নুড়িপাথর নুপুর ধ্বনি স্রোতোস্বিনী
চুপিসাড়ে নিঝুম রাতে ঝরা পাতার প্রতিধ্বনি ।
শব্দ বিহীন উড়ছে ধুলো চলার পথে পরিহাস
কান পেতে শুনতে চাওয়া এই জীবনের বদ অভ্যাস ।
বাতাস নিয়ে হরেক আদর,
খোলামুখের শন্দ নলে
সুললিত ছন্দ তাল সোহাগ কণ্ঠী আন্দোলনে ।
পাপড়ি মেলা ফুলের দল
শব্দ করে ছড়ায় আগুন
কল্পনাতে গল্প সাজাই
যে যার খুশি মনের মতন ।
দেখা শোনার সূক্ষ্ম গিঁটে গড়ায় তর্ক বহুদূর
বৃষ্টিফোঁটায় রামধনু রঙ শব্দ জাহির গোঁফখেজুর ।