কানের পাশে ফিসফাস আজগুবি আশ্বাস...
ডালিম ফুলের ঝলমলে হলুদ কমল রঙ ।
প্রভাত রবির উষ্মা তেজ পেটায় হাতুড়ি
গড়াপেটায় লুটের খৈ, অংক শাঁসালো ।
অবিরাম খেলার সাধ আইকম বাইকম,
ছেকল পায় বেঁকা চোখ, দাঁড়ের কাকাতুয়া ।
বেদ পুরাণে টইটম্বুর রসালো কীর্তন
লেনদেনে কড়াক্রান্তি ছড়ায় ভরালো ।
সংসারী সাজ আনাচ কানাচ ছুঁয়ে,
পিছলিয়ে পা, কাদায় কমলিনী ।
চোনায় ভেজা সোনালি ডানার চিল -
আকাশ রঙে মিলে মিশে স্বপ্ন হারালো ।
ভালবাসার কাগজি কথা, পুঁই মেটুলি রঙ,
গোমরামুখো সুয্যিমামা শেষ বিকেলে ।
যাচাই সুখ দুর্নিবার রোশনাই কেশর,
টুকরো মেঘে বৃষ্টি দানা পরাগ সাজালো ।