আশা নিয়ে শুরু, আশা রেখে  শেষ  
আশার দাপটে রুচি রুটি বেশ ।
মোকাবিলায় লেখা সে ঠিকানা
হোক না জাপান কিংবা চীন !
আশাতেই ভরা ভবঘুরে দিল
তবু দেখি আশাহীন ।

স্বর্গপুরীর সাধের বাগান
চোখে ভাসে ছবি ;
ইচ্ছে ভরা আশার মোড়ক
জটিল গিঁটে বাঁধা ।
রাজার ছেলের হাতটা ধরে
তেপান্তরেও রবি
সাতরঙে ঝিলিমিলি তেজ
মহাবিশ্বের ধাঁধাঁ ।

ছুটছে বেগে
রাজপ্রহরী তীরন্দাজের তীর
‘প্রবেশ নিষেধ’ ‘প্রবেশ নিষেধ’
শোঁ শোঁ শব্দে মেতে
মাদারি খেল ডুগ্গি বাজার তালে -  
আবার সেই
সাপ-নেউলের খেলা
রাজার ছেলের হাত গিয়েছে ছেড়ে ।

শ্বাসনালীতে বেচাল রুদ্ধপথ
অবাস্তবের স্বগন ফোঁড়ে
আশার নক্সা কাঁথা ;
হিজিবিজি আঁচড় কাটে
নিয়মফেরের শর্তে
খুঁট খুঁজে যায় সুঁচের ক্ষুণ্ণ ছ্যাঁদা ।

দিনের সুর্য রাতের তারা
এই চোখেতেই দেখি
হবেই দেখা ইহকাল পরকাল…..
মেকি নয় এই পরিচয়
সোচ্চারি নিশ্চয় ;  
পাবই দেখা তাই কি !