সোনা রোদে, তাজা খড়ের গাদা
ঝলসানো সুখ দিচ্ছে উঁকিঝুকি ।
খোলা মেঠো পথে
ফাগুন হাওয়ায় অবগুণ্ঠন দোল ;
বনফুলের লাজুক নয়ন কুঁড়ি ।
মন্দবায় জুড়িয়ে পরাণ,
ছন্দে ওড়ে চলতি পথে
সিত কেতকী আঁচল.........
‘চৈতা’ ধারায় ভাস্বতী তেজ
কস্তুরী মৃগনাভি ;
বিন-বোলে এই সকালে
আনমনা কোন্দল ।
গুটিয়ে নিয়ে আকাশ খোঁজা
বালির ফাঁকে ;
অভিশাপের ফল্গু নদী,
হতভাগা !
উত্তরের পাঁচিল ঘেঁষা
নিকট দূর,
চিরকালীন কারাবন্দী
ধ্রুবতারা –
আমার জগত অক্ষ রেখার
সমান তাল ;
পৌনঃপুনিক বিন্দু আঁকা ভাগে ।
‘চৈতা’- ইছামতি নদীর শাখা