ছটফটে এক সে বিকেল - দিনান্তের উড়ান......
আলোর সাথে পাল্লা দিয়ে দৌড় ।
সন্ধ্যারাগে সেতার মূর্ছনা......
ভেবেছিলাম হয়তো দেরী হ’ল !
তেজী তুবড়ির মশলা পুড়ে
মাটির প্রেমে ছাই ।
হারিয়ে যাওয়া দিনের জমা ক্ষোভ
কিংবা সমকামী ;
অথৈ নীলের জোয়ার ভাটায়
খানসামা খানদানী ।
বারান্দার ছোট টবে,
জোনাক আলোয় হাসে -
সাথী নয়নতারা ।
সাঁঝ পিদিমে ভীষণ নিকট
ভালোবাসায় ভিম্মি ।
ছড়িয়ে আবির মেঘপরীদের ভেলা
সাদা রঙে সন্নিহিত ধ্বনি ।
বললে এসো –
এখন সময়, বাজাই
সারিগানে তাল মেলাতে
দমদার তেহাই ।
সাজিয়ে কথা, ভালোই আছি সবাই ।