(অধরার অনুভূতিকে "ভালবেসে আটকাতে চাওয়া" ও "ভাবনার একপেশে" হওয়ার দৈনিক দ্বন্দ্বের মাধ্যমে জীবনের পরিবর্তনশীলতা এবং মানবমনের আশা-আকাঙ্খায় বিব্রত মনের কথাকলি ।)
ভিজে বালি ছাপ দেখে
এগিয়েছি ক'টা পা,
ইচ্ছের খেলা ভেবে
আনমনে যবে,
সৈকতে আলতো হাঁটা ;
গেলে চলে এত দূরে…
প্রহরের পল গুনে
কঠিন অংক লিখে সুদকষা, বাটা ।
তবুও তা ভুল নয়
বাসন্তী রঙ ঘেঁটে
স্পষ্ট আঁকা….
তুমি ছাড়া আর কেবা হবে ?
তোমায় একটু ছুঁতে
সময়ের পাগলপারা ;
ছটফট আঙ্গুলের খেয়ালি খেলা ।
মুঠোয় রেখেছি বেঁধে
আবেগের ঘন শ্বাস
ঐ ছাপে পারি নি মেলাতে ।
যাবে তুমি পার করে
ওই বেড়া,
এই দুই হাতে গড়া ।
আটকাবো ঐ পথ ! ভালোবেসে ?
বুঝিনি সেদিন কেন
ভাবনা যে নেহাৎ একপেশে ।