রোদের দীপ্ত ছটা পাগল প্রেমের চুমা
চাঁদের আধেক মাটি আমার আকাশে ;
বিলায়িত সাগর জলরাশি ।
প্রেমের ভয়াল টান অভিমানী উচ্ছ্বাস -
প্যাচপেচে বাদল সালিশি ।
গর্জনে তরঙ্গ তটভূমে,
অকারণে তোমাকেই ভালবাসি ।
বালিতে কেদারা পাতা, বিক্ষত সুখ পাহাড়
মায়ার বিপুল অভিধান... ইতিহাস স্বাক্ষর ;
খুঁজে পায় গল্প সেদিন ।
আবেশিত নেশা চোখ, খুঁটি বাঁধা তট-ছাউনি
একদম, বড্ড ভালবাসি ।
রাজপথে কুতুহলী ভীড়, মশগুল অবোধ ইয়ার্কি ।
ঘুরন্ত বালির দানা আঢাকা শরীর চেঁটে
লোনা জল সুরসুরি,
ক্লান্তির ময়ূরপেখম ।
মনসিজ উদোম ভালবাসা
অসন্তোষ সম্ভোগে আনচানি ।
অবসর যুগান্তে - তোমাকেই ভালবাসি ।
শিথিল শীতল বায়, উৎকর্ণ অনীশ চাঁদ
পলাশের নেই আয়োজন ।
বার্ষিক গতিপথে কোকিলার অন্তরা
আনমনে তোমাকেই ভালবাসি ।