তিন দিন তিন রাত
ফুটে থাকা জবা ;
ঘনীভূত আলো বায়ু মাতাল তালে -
খেলার রকমভেদ তেজী বা ফিকে ।
ছুঁয়েছে অজস্র কীট সুখী অসুখী,
ডানা নেড়ে প্রেমকথা
ঘন হলে রাত ;
শুনিয়েছে বিহ্বল প্যাঁচা পুঁচকে ।
হুল-বেঁধা প্রেম এলো সেদিন যখন
বোশেখের কালবেলা
ভবঘুরে মেঘ ;
চতুর আঁধারে আমি লাজুক প্রিয়া -
পীরিতের নিশিডাক
চূর্ণ বিবেক ।
খাঁজকাটা খাড়া লেজ
ফিঙে চুলবুল ।
ডালে ডালে নাচে গায় ভাবের দোলে
ছটফটে জলরাশি খেলা উপকুলে ।
শেখা বুলি কাকাতুয়া
ভোলে বিলকুল ।
আড়মোড়া স্বপ্নের বেড়া নড়বড়ে
ঝকঝকে তারাদের ডাকা রাহাজানি ;
আশীষ মন্ত্রে গাঁথা স্তবক কবরী……
কোটধারী শিল প্রাণী প্রেম চড়চড়ে ।