কক্ষপথে তালিম দেওয়া সফর        
ফন্দি ফিকির ভ্রমণ চক্রাকার ;  
বাজিয়ে মাদল সাজিয়ে পুতুল
জমানো হৈ-চৈ ।  

সাবান জলে আতর ঢেলে
ঘষামাজা বদন ;  
ভাবাবেগে গলিত তাপ
ভাগ করে নেয় সময় ।  
ফ্রেমে আঁটা
জবরদস্ত ছবি,        
ছড়িয়ে সুবাস অগুরু চন্দন
মনবাজারে ছ’কড়ি ন’কড়ি ।  

ধুতরো ফল, আকন্দ ফুল মালা......
লজ্জা লেজে জড়িয়ে থাকা
তালমেলে হাওয়া ।  
শখের হাতের তালু
মুঠোয় পোরা,  
ডাল ভাঙা বেল পাতা ।
কারিগরি চতুর চাকার
হেলেদুলে চলন ।  

আচার বিচার সঞ্চালনে
লহু বিপর্যয় ;  
ফস্কা গেরো হিসেব নামাবলি ।  
টালমাটাল দাবার চালে
অস্থির বিন্যাস ।  
কাজের ভাঁজে, খুনসুটি আফিম !  
  
এক সে গাছের শুকনো ফল,
দ্বি-মুখী মাত্রা -  
শিবের চোখের প্রজ্জ্বলিত মায়া ;
সর্বজন বশীকরণ                  
ডোপামিন দমন ।  
পাহাড়, গুহা, ডমরু (ত্রি)শূল
প্রদীপশিখা প্রকট ;  
উপবাসী ঠোঁট ছুঁয়েছে
ত্র্যম্বকীয় স্তুতি ।
ঝরাপাতা বৃক্ষ বিস্ফোরণ

সদাশিব সাদাশিব শ্বেতস্তম্ভে বসত ;    
আঁধার রাতে ভরসাম্য যাচাই ।