জমছে মেঘ বেলা বাড়ার সাথে
নানা সাজে মেঘ বিচরণ ছবি ।
আকাশ জ্যোতিষী -
ছকে ফেলে চুলচেরা বিচার
নাছোড়বান্দা বৃষ্টি সমাচার ।
শখের টবে কুঁড়ির জবা
কষ্ট ভীষণ,
টান টান বাঁধনে সতেজ ।
ব্যালকনির এক্সটেন্ডেড গ্রিল
ছাট জলে কুণ্ঠিত শরম ।
ফেলে আসা শেষ বিকেল,
দীঘির জলে রোদের ছন্দ দৌড় ;
রক্ত জবা ঠোঁটের কাঁপুনি
তাজা খড়ের শীতল ছাউনি ।
জলের কণা উড়ছে হাওয়ায়
ধূসর চারিদিক ;
আলগোছে জল টবের জবা গাছে ।
রূপকথার নতুন গল্প কচিকাচার দলে ।