পেণ্ডুলাম দুলছে
যন্ত্র যেমন সাজিয়েছি আমি,
গুরুগম্ভীর আওয়াজে
কালো আঁধার রাত ;
বারো বার হানলো আঘাত  
কাঠ হাতলে
লোহার হাতুড়ি ।
জানা তো নেই
অতি অতি পরম পিতামহ
আসছে শুনে - কোন সে দিনের কথা
দুঃখ-সুখে
জেগে থাকা রাত ।  

ছোট কথা
প্রজাপতি আঁকলো ডানায়
ঘাস ডগা আগাছায়
বনফুল বাহার
মন কাড়া বসন্ত রোদ্দুর.........।  

অবিরাম ধুপ-ধোঁয়া
স্বপ্ন আকাশ
লোভী চোখ একনাগাড়ে
বুকে পিঠে ;  
অনুভবে আঙুল মেপে
চারকোণে মাপ ।  

গঙ্গাজলে জাত-বেজাতের
আঁজলা ফুল ;  
ওঠানামা ছন্দ দোলে
চলছে ধেয়ে ।  
তালুর সাথে মিলিয়ে তালু
থাকুক ঐ হাত
টান টান জলছবি
ভালবাসার নীল সমারোহ ;  
টেলি-জুমে দিগন্ত প্রসার ।