(স্মৃতির সরনি - রীনা বিশ্বাস হাসি)

এলে সেই আসবে বলেই
শাড়ীর কুঁচির ভাঁজ
হতে পারে এক দুটো কম ;  
আদলের দাম্ভিক কাঠামো
বিলকুল সেই সেরকম ।

গজে ফিতে অংক মেলাতে
অভিযোগ রাখা থাক
নাগালের আগলে বাঁধা
নীলাভের উচ্চাসনে ।

এই তো সময় -
আলাপের অলীক কল্পে ……
মেতে উঠি না-মানের গল্পে ;
কাঙ্খিত হৃদয় আবাসনে ।

বেমানান নিমরাজি ভাবা
পাশে এসে বসলে যখন
তখন সময়টা তোমার ;
থাকি বলো কীভাবে ভুলে!!
"কাব্যবন্ধু ভেবে - মিলে গরমিলে" ।
(এই আসরে প্রকাশিত তোমার লেখা শেষ কবিতার ক'টা কথা)


মহিমাময় আনন্দলোকে আমার অপেক্ষায় থেকো প্রিয় বোন ।