স্রোতোস্বিনী নদীর ধারার চমকপ্রদ বাঁক,
শৃঙ্গশিখা আরোহণের সর্পিল পথ রেখা ;
নাভি নীচে বেষ্টিত পরিধানের শাড়ি
বনময়ূরী পেখম মেলা আচমকা ঝড় ;
স্টেজ থেকে কিছু দূরে শিল্পী দর্শক ।
জোড়া ঠোঁটের মিলন রেখায় একটু ফাঁক রেখে,
কবিতার শব্দ সব টবে ঝোলা ডালিম ।
অহংকারের পর্দা দোলে নিয়ন্ত্রিত রেখায়,
জানলার কাঁচ চিত্রপট রগরগে ধুলো -
আড়াল আলোয় আয়না-ছায়া গন্ডিরেখার বিলাপ ।
কাঠচাঁপা রিক্ত ডালে কয়েক পাতায় ফুল
ঝিলের বাঁকে বেঁকিয়ে ঠোঁট ধ্যানমগ্ন বক ;
উড়ে ঘুরে কাতর শালিক ছানার পাহারায় -
গলদঘর্মে ভয়ের তেষ্টা তরল পানীয়
রিলে রেসে কনুই খোঁচা নিষিদ্ধ রোগ ।