কালো কোনো রঙ নয় আকাশটা নীল ।
আবেশের সাতরঙ
লেলিহানে রবি ;
বিভীষিকা ছায়া রঙ বিচার অমিল ।
অকলুষ সাদা বক ধূসর আকাশ ।
মোহমায়া ভরা ভোর
রাঙ্গাজবা সাজ ;
তাড়ি রসে প্রীতি মিত মলয় বাতাস।
গাঁথুনি সুড়কি বালি জীবন গড়া ।
স্যাতসেতে গোধুলিতে
বেপরোয়া কষা চা -
কামরাঙ্গা রঙ খাঁচে কাঁড়া আকাঁড়া ।
তেতেপুড়ে ক’টা দিন মলিন তামা ;
ঝোলা প্রেম মচমচে
সালোক-সংশ্লেষ ;
করতালে কালো বোল যুদ্ধ দামামা ।